প্রথম সন্তানের অপেক্ষায় ইলিয়ানা ডিক্রুজ। ছোট্ট সদস্যের জন্য তিনি আর অপেক্ষা করতে পারছেন না। এবার সোশ্য়াল হ্যান্ডেলে এমনই জানান বলিউড অভিনেত্রী। সোশ্যাল হ্যান্ডেলে \'মামা পেনডেন্ট\' এবং একটি টিশার্টের ছবি শেয়ার করে ছোট্ট সদস্যের জন্য অপেক্ষা করছেন বলে জানান ইলিয়ানা।